রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে ঘাঘট নদীর ডান তীরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৬ শত মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এই নির্মাণ কাজ শেষ হলে ভাঙ্গন রোধসহ হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে বিলিন হওয়ার হাত থেকে রক্ষা পাবে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাঁধ নির্মাণ কাজ উপলক্ষে সদরের খলেয়া ইউনিয়নের বিড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পানি উন্নয়ন বের্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বলেন, বর্তমান সরকার নদী রক্ষায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে কৃষি নির্ভও উত্তরাঞ্চলের জনজীবন রক্ষায় নদী খনন, বাঁধ নির্মাণ, বালু উত্তোলন বন্ধসহ দীর্ঘ মেয়াদি টেকসই প্রকল্প এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খলেয়াতে ঘাঘট নদীর ডানতীরে ৬শত মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ শেষ হলে এখানকার মানুষেরা উপকৃত হবেন।
তিনি বলেন, নদী ভাঙ্গন রোধসহ শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি, বসতবাড়ি রক্ষা পাবে। এবছরের মধ্যেই তিন ধাপে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ করা হবে। যাতে কোন রকমের অনিয়ম না হয়, সেজন্য স্থানীয়দের সজাগ থাকতে হবে। কাজের কোয়ালিটি কোয়ান্টিনিতে কমবেশি হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হবে না।প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ হচ্ছে। ৬০০ মিটারের মধ্যে দক্ষিণ বিড়াবাড়িতে ১৯০ মিটার, উত্তর বিড়াবাড়িতে ১৩০ এবং বিড়াবিড়ি ব্রীজ সংলগ্নে ২৮০ মিটার প্রতিরক্ষা বাঁধ করা হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ কাজের বাস্তবায়ন করছে বলেও বক্তব্যে জানান প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।
রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রংপুর পওর সার্কেল-১ বাপাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব।
আরও উপস্থিত ছিলেন- রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, খলেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম লাভলু প্রমুখ।