Top

স্মার্ট ভূমি সেবা পেতে নাগরিকদেরও স্মার্ট হতে হবে

২২ মে, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ
স্মার্ট ভূমি সেবা পেতে নাগরিকদেরও স্মার্ট হতে হবে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

স্মার্ট ভূমি সেবা পেতে দেশের নাগরিকদেরও স্মার্ট হতে হবে। সরকার ভূমি সেবার যাবতীয় কাজ অনলাইনের মাধ্যমে করেছে। অনলাইনে সেবা নিতে গিয়ে দালালের আশ্রয় নিলেই প্রতারণার শিকার হতে হয়। যা স্মার্ট বাংলাদেশ গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। চাঁপাইনবাবগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে এর উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আগের থেকে অনেক জনবান্ধব হয়েছে। কোন অনিয়ম পেলে আমাদের কাছে অভিযোগ দেন। যদিও অনেক অভিযোগ রয়েছে, তবুও আমাদের কাছে অনেকেই আসেন না। আমরা অভিযোগ নিতে ও সমাধান দিতে প্রস্তুত রয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সঠিকভাবে সেবা প্রদান করতে বদ্ধপরিকর রয়েছি। সকলের সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব ইনশাআল্লাহ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান বলেন, ভূমি অফিস যুগোপযোগী সেবা দিতে কাজ করছে সরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমি খাতে অনলাইনে সেবার বিকল্প নেই। বর্তমানে শতভাগ কাজ অনলাইনে হচ্ছে। এক্ষেত্রে নাগরিকদেরকেও স্মার্ট হতে হবে। তা না হলে অনিয়ম-দুর্নীতি কমবে না। কোন মাধ্যম ধরে ভূমি অফিসে সেবা নিতে যাবেন না। সরাসরি এসিল্যান্ডের কাছে যাবেন। এতে হয়রানি ও অনিয়ম-দুর্নীতি কমবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রাং, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভূমি অফিসে সেবাগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা।

 

শেয়ার