সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদে নৌকাডুবিতে নিখোঁজ ৩ শ্রমিককে দুদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। সাতক্ষীরা ও খুলনা ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এদিকে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উদ্ধার তৎপরতা প্রত্যক্ষ করেন।
তিনি বলেন, ভাটার কারণে উদ্ধার তৎপরতা বাঁধাগ্রস্থ হচ্ছে। এ সময় আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনওসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় কপোতাক্ষ পাড়ে নিখোঁজ শ্রমিকদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে নৌকাডুবির ঘটনা ঘটে। কপোতাক্ষর পানির তোড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ১২ শ্রমিকের নয়জন উদ্ধার হলেও নিখোঁজ হন ৩ শ্রমিক। এরা হলেন বাবুর আলি, শফিকুল ইসলাম ও আবদুল আজিজ। তারা নৌকায় মাটি বহন করে আম্পানে ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ নির্মানের জন্য নিয়ে যাচ্ছিলেন।