নওগাঁর সাপাহারে “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (স্বার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এমসিএইচ- সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা (অতি: দা:) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, ডা: মাহমুদুর রহমান,পরিচালক (এমসিএইচ- সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এমসিআর এ এইচ) পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা, মো: এনামুল হক পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজশাহী, আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার সিভিল সার্জন নওগাঁ, আনোয়ারুল আজিম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা নওগাঁ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক প্রোগ্রাম ম্যানেজার মাতৃস্বাস্থ্য বিভাগের ডা: জাহাঙ্গীর আলম প্রধান, সহকারী পরিচালক (সিসি) ডা: কামরুল আহসান।
উক্ত অনুষ্ঠানে তিলনা ইউপি চেয়ারম্যান হারুন আল আজাদ, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জান, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু মাষ্টারসহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান প্রামানিক।