Top
সর্বশেষ

আশা রংপুর জেলার আয়োজনে দিনব্যাপী শিক্ষা সুপারভাইজার কর্মশালা

২৯ মে, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ
আশা রংপুর জেলার আয়োজনে দিনব্যাপী শিক্ষা সুপারভাইজার কর্মশালা
রংপুর প্রতিনিধি  :

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা রংপুর জেলার আয়োজনে সোমবার দিনব্যাপী শিক্ষা সুপারভাইজার কর্মশালা ব্য্রাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আশার সিনিয়র জেলা ম্যানেজার টিএম আব্দুল হালিম।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার প্রধান কার্যালয়ের এডুকেশন ম্যানেজার সামিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশার রংপুর জেলা ম্যানেজার দ্বিজেন্দ্রনাধ দাস। কর্মশালায় উপস্থিত ছিলেন, আশার শিক্ষা অফিসার আশিকুর রহমান, জসিম আহমেদ,আজাদুল হকসহ রংপুর, দিনাজপুর,বগুড়া ওঠাকুরগাঁ জেলার শিক্ষা কর্মকর্তারা।

কর্মশালায় বলা হয়, আশা বাংলাদেশে তিন লাখ উনআশি হাজার নয়শত উননব্বই জনকে শিক্ষা সহায়তা প্রদান করে আসছে। তাদের এই প্রকল্পে নয়শত নয় জন সুপারভাইজার তের হাজার পাঁচশত উনচল্লিশ জন শিক্ষা সেবিকা কর্মরত রয়েছেন। রংপুর বিভাগের ৭৫টি ব্যাঞ্চে এক হাজার একশত চব্বিশটি শিক্ষা কেন্দ্রের অধিনে একত্রিশ হাজার আটশত দশজন শিক্ষার্থী এই সহায়তা পেয়ে আসছেন।

শেয়ার