Top

জমি নিয়ে বিরোধে গৃহবধূকে কুপিয়ে জখম

১৮ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধে গৃহবধূকে কুপিয়ে জখম
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় বিরোধপূর্ণ জমাজমি নিয়ে আরিফা খাতুন (৩৪) নামের এক গৃহবধুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত আরিফাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ১০ টার সময় জেলার মহম্মদপুরের নহাটা পরমেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারপিটের ঘটনায় মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আহত আরিফা খাতুন বলেন, পরমেশ্বরপুর এলাকার মৃত ফটিক মোল্যার ছেলে ইমদাদুলের সাথে তার স্বামী মো: আলমগীর হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

মঙ্গলবার সকালে তার স্বামী নিজ জায়গায় ভেকু দিয়ে মাটি ভরাটের কাজ করার সময় ইমদাদ ও তার লোকজন অতর্কিতভাবে তার স্বামীর উপর হামলা করে মারপিট করতে থাকে। স্বামীর চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে ঠেকাতে গেলে ইমদাদুল তাকে রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এসময় সে গুরুতর আহত হয়।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর,এমও) ডা. কাজী আবু আহসান জানান, আরিফার মাথায় ধারাল অস্ত্রের বেশ বড় ধরনের আঘাত রয়েছে এছাড়া প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিকভাবে গুরুতর হলে ও বর্তমান তার শারিরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল।

এ বিষয়ে হামলাকারী ইমদাদুলের সাথে কথা বললে সে আক্রমণের বিষয়টি অস্বিকার করে।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অতি দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার