Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

গরমে কোঁকড়া চুল নরম করার উপায়

০১ জুন, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ
গরমে কোঁকড়া চুল নরম করার উপায়
লাইফস্টাইল ডেস্ক :

গরমে ঘেমে এমনিতে চুল রুক্ষ হয়ে যায়। বিশেষ করে যাদের চুল কোঁকড়ানো তাদের আরও বেশি ঝামেলায় পড়তে হয়। এই গরমে কোঁকড়া চুলের যত্ন নিতে ঘরোয়া কিছু প্যাক ব্যবহার করতে পারেন। এত চুল নরম ও মসৃণ হবে। যেমন-

দই ও নারকেল তেল: একটি বাটিতে দই নিন। তাতে পরিমাণমতো নারকেল তেল দিন। এবার তা দিয়ে প্যাক বানান। মিশ্রণটি কোঁকড়া চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এটি কন্ডিশনারের কাজ করবে। সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করতে পারেন।

ডিম ও অলেভ অয়েল: একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। এবার তাতে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে মিশ্রণটি কোঁকড়া চুলে লাগান। শুকালে শ্যাম্পু করে নিন।

নারকেল দুধ ও মধু: একটি পাত্রে নারকেল দুধ নিন। তাতে মধু মেশান। এবার মিশ্রণটি চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করুন। এটি চুলে কন্ডিশনারের কাজ করবে।

ক্যাস্টর অয়েল ও ডিম: একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। এবার তাতে ক্যাস্টর অয়েল ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগান। পরে শ্যাম্পু করে নিন।

অলিভ অয়েল, লেবুর রস ও নারকেল দুধ: একটি পাত্রে নারকেল দুধ নিন। তাতে মেশান লেবুর রস ও অলিভ অয়েল। এবার তা চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এই মিশ্রণ কন্ডিশনারের কাজ করবে।

অ্যালোভেরা ও আমন্ড অয়েল: অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার তাতে মেশান আমন্ড অয়েল। মিশ্রণটি চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করুন।

 

শেয়ার