Top

এখনও বন্ধ হচ্ছে না কালুরঘাট সেতু, যান চলাচল স্বাভাবিক থাকবে

০৩ জুন, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ
এখনও বন্ধ হচ্ছে না কালুরঘাট সেতু, যান চলাচল স্বাভাবিক থাকবে
চট্টগ্রাম প্রতিনিধি:: :

পূর্ব ঘোষণা অনুযায়ী জুন প্রথমদিন থেকে শুরু হয়নি চট্টগ্রামের কালুরঘাট রেল সেতুর সংস্কার কাজ। তাই বন্ধ হচ্ছে না সেতুও। ফলে স্বাভাবিক থাকবে যান চলাচল।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা বলেন, সেতুতে যানবাহন চলাচল এখন বন্ধ হচ্ছে না। কবে বন্ধ হবে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। সম্ভবত জুনের মাঝামাঝি সময়ে সেতুর কাজ শুরু হবে। তাই জুনের মাঝামাঝি সম্ভাব্য সময়ে সেতুতে চলাচল বন্ধ থাকবে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৩ লক্ষাধিক মানুষের চট্টগ্রাম শহরে যাতায়াতের পথ এই কালুরঘাট সেতু। তাই সেতু বন্ধ হলে চরম দুর্ভোগে পড়তে হবে উপজেলার মানুষকে। সেতু সংস্কারের সময় বিকল্প হিসেবে কর্ণফুলী নদীতে দুটি ফেরি চালুর কথা জানানো হয়েছে। ফেরি চালু হতে আরো এক মাস সময় লাগবে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ফেরি চলাচল শুরু করতে আরো মাসখানেক সময় লাগবে আমাদের। এর মধ্যে সংস্কার কাজ শুরু করলে তারা (রেলওয়ে) নিশ্চয় বিকল্প ব্যবস্থা করবে।

এর আগে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় জুন থেকে কালুরঘাট সেতু সংস্কার কাজ শুরুর কথা জানিয়ে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। এরপর থেকে এ সেতুতে চলাচলকারী লাখো মানুষের দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল। বিকল্প ব্যবস্থা না করে সেতু বন্ধ করবে না রেলওয়ে কর্তৃপক্ষ- এ খবর জানার পর স্বস্তি ফিরে এ সেতু দিয়ে যাতায়াতকারীদের।

শেয়ার