গ্রীষ্মের রোদে ত্বক পুড়ে কালো হয়ে যায়। এছাড়া ধুলাবালি, দূষণেও ত্বক ক্ষতিগ্রস্ত হয়। ঠিক মতো যত্ন না নিলে ত্বকে দ্রুত বয়সের ছাপ পড়ে। এছাড়াও গরমে ত্বকে চুলকানি, ব্রন, মেছতাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ ধরনের সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন আমের ফেস প্যাক।
কীভাবে ব্যবহার করবেন-
প্রথমে একটি পাকা আমের খোসা ছাড়িয়ে আটি সরিয়ে ব্লেন্ড করে নিন। একটি বাটিতে ব্লেন্ড করা আম, ১ টেবিল চামচ দই ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এখন ভালো করে মুখ ও গলা পরিষ্কার করে প্যাকটি ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ময়েশ্চরাইজার লাগিয়ে নিন।
উপকারিতা :
আমের ফেস প্যাক মুখকে প্রাকৃতিকভাবে হাইড্রেট ও নরম করে। আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি মুখে বয়সের ছাপ পড়তে দেয় না।
প্যাকটি মুখে লাগালে চোখের নিচে ভাজ পরা, মুখের চামড়া ঝুলে যাওয়া রোধ হয়। ত্বক হয়ে ওঠে প্রাণবন্ত ও সতেজ।
আমের ফেস প্যাক ত্বক এক্সফোলিয়েট করে ও ত্বকের মরা চামড়া দূর করে মুখকে উজ্জ্বল করে তোলে। পাশাপাশি মুখে কোনো দাগ বা মেছতা থাকলে তা দূর করে দেয়।