পরিবার-পরিকল্পনার মাধ্যমে দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে জনসংখ্যা নীতি-২০১২ সংস্কার শীর্ষক দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার রংপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস মিলনায়তনে অনুষ্টিত হয় কর্মশালায় বলা হয়, দেশে বর্তমানে শতকরা ৬৪ ভাগ মানুষ পরিবার-পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করছে। আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করছে ৫৫ ভাগ, প্রশিক্ষিত সেবাদানকারী দ্বারা সন্তান ডেলিভারী হচ্ছে ৭০ ভাগ।
বর্তমানে ৫ বছরের নীচে খর্বাকৃতি শিশুর হার ২৪ ভাগ এবং ৫ বছরের নীচে কম ওজনের শিশুর হার ২২ ভাগ। কর্মশালায় আরও জানানো হয়, ১৯৭৫ সালে নারীদের গড় সন্তান ছিল ৬ দশমিক ৩৪ শতাংশ। যা বর্তমানে ২ দশমিক ৩ শতাংশ হয়ে দাঁড়িয়েছে। ১৯৭৪ সালে দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ, যা ২১০০ সালে সাড়ে ১৭ কোটি ছাড়িয়ে যাবে।
১৯৭৪ সালে জনসংখ্যার বৃদ্ধির হার ২ দশমিক ৪৮ শতাংশ হলে তা পরিবার-পরিকল্পনার মাধ্যমে ২১০০ সালে ঋণাত্মক সংখ্যা চলে যাবে। তাই ২০১২ এর জনসংখ্যা নীতিকে যুগোপোযোগি করার মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরিবার-পরিকল্পনা রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের সভাপতিত্বে অনলাইনে যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক বেলাল হোসেন, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এবিএম আবু হানিফ, রংপুর সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেন, পরিবার-পরিকল্পনা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম। কর্মশালায় অর্ধশতাধিক সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।