Top
সর্বশেষ

১ কোটি ২৭ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

০৭ জুন, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ
১ কোটি ২৭ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
রংপুর প্রতিনিধি :

নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে ১৫টি স্বর্ণের বারসহ ফয়সাল হোসেন (৩৮) নামের এক স্বর্ণ চোরাকারবারীকে গ্রেফতার করেছে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। ১৫টি স্বর্ণের বারের ওজন ১৫০ ভরি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।

বুধবার সকালে রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে যাত্রীবাহী শ্যামলী পরিবহন থেকে তাকে আটক করা হয়। বিশেষ কৌশলে স্বর্ণের বারগুলো কোমরে বেধে রেখে ছিলো যাত্রী ফয়সাল। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলা সদরের দেওভোগ মৃধাবাড়ি এলাকায়। তার পিতা মৃত আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর জেলার পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, ইয়াবার চালান রংপুর থেকে ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় শ্যামলী পরিবহনে ফয়সাল নামের এক যাত্রীর কোমর থেকে স্বর্ণের ১৫টি বার জব্দ করা হয়।

ওই যাত্রীর পরিহিত প্যান্টের বেল্টের নিচ থেকে বিশেষ কায়দায় স্কচটেপ মোড়ানো ছিল স্বর্ণগুলো। ফয়সাল স্বর্ণের বার ঢাকা থেকে নিয়ে রংপুরে আসছিলেন। মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানান, আটক ফয়সালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার