Top

ভারতের সঙ্গে সংঘর্ষে ৫ সেনা নিহত, ১ বছর পর স্বীকার করলো চীন

১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ণ
ভারতের সঙ্গে সংঘর্ষে ৫ সেনা নিহত, ১ বছর পর স্বীকার করলো চীন

গত বছরের জুনে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে অবশেষে স্বীকার করলো চীন।

শুক্রবার চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রথমবারের মত সরকারিভাবে লাদাখের গালওয়ান উপত্যকায় নিজ দেশের সেনা নিহতের এই তথ্য জানিয়েছে।

চীনা সেনাবাহিনীর সংবাদমাধ্যম পিএলএ ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত পাঁচ সেনাদের মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে কিউ ফাবাও শিনজিয়াংয়ের সামরিক কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার ছিলেন। এছাড়া সংঘর্ষে নিহত হয়েছেন, চেন হংজুন, চেন শিয়াংরং, শাও সিয়ুয়ান এবং ওয়াং ঝৌরান।

১৫ জুনের সংঘর্ষে ভারত স্বীকার করে তাদের ২০ সেনা নিহত হয়েছে। এবং সংঘর্ষে চীনের অন্তত ৩০ সেনা নিহত হয়। তবে চীনের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।

এছাড়া ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে রাশিয়ান সংবাদ সংস্থা তাসের খবরে দাবি করা হয়, সংঘর্ষে চীনের ৪৫ জন সেনা নিহত হয়েছিল। তবে শেষমেশ চীনের পক্ষ থেকে পাঁচ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলো।

শেয়ার