Top
সর্বশেষ

বিচারপ্রার্থীদের জন্য আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধন

১০ জুন, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
বিচারপ্রার্থীদের জন্য আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবির, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন প্রমুখ। ন্যায়কুঞ্জ বিশ্রামাগারটিতে আগত বিচারপ্রার্থীদের জন্য ব্রেস ফিডিং কর্ণার, শৌচাগার ও বসার ব্যবস্থা থাকবে।

উদ্বোধন শেষে প্রধান অতিথি বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত কনফারেন্স কক্ষে কুড়িগ্রামে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে বিভিন্ন আদালতে বিচারাধীন মামলা সমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলা সমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

শেয়ার