Top
সর্বশেষ

প্রতারণার মামলায় গ্রেপ্তার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহায়ক

১০ জুন, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
প্রতারণার মামলায় গ্রেপ্তার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহায়ক
রংপুর প্রতিনিধি :

চাকুরির কথা বলে সহস্রাধিক ব্যক্তির কাজ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুর বিভাগীয় কমিশনার অফিসে কর্মরত অফিস সহায়ক (সাময়িক বরখাস্তকৃত) জেনারুল হক পিনুকে র‌্যাব-৩ এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তার জেনারুল হক পিনু পীরগঞ্জ উপজেলার চককরিম গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পিনুর নামে ১১ টি ওয়ারেন্ট এবং একটি মামলার রায় ছিলো। সে উপজেলার প্রায় ১ হাজার মানুষের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে চাকুরি দেয়ার নামে কয়েক কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার নামে পীরগঞ্জ থানায় ওয়ারেন্ট আছে। পিনু ধরা পরার ভয়ে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে ছিলো। পরে র‌্যাব-৩ এর সহযোগিতায় ঢাকা থেকে গত শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান জানান, অফিস সহায়ক জেনারুল হক পিনু’র নামে প্রতারণার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। চুড়ান্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী চাকুরিচুত্যিসহ অন্যান্য শাস্তির জন্য সুপারিশ করা হবে।

তিনি আরও জানান, বরখাস্ত অফিস সহায়ক পিনু এখন আর কর্মরত নাই। তার বিরুদ্ধে বাইরে প্রতারণাসহ কোন ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে সে বিষয়ে আমাদের কোন দায়ভার নেই।

শেয়ার