Top
সর্বশেষ

নিয়োগ বোর্ডে আপন তিনভাই, ছাত্রলীগের বাঁধায় নিয়োগ স্থগিত!

১১ জুন, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
নিয়োগ বোর্ডে আপন তিনভাই, ছাত্রলীগের বাঁধায় নিয়োগ স্থগিত!
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ :

কুড়িগ্রামের চিলমারীতে পারিবারিক কমিটি ও গোপনে নিয়োগ বোর্ডের মাধ্যমে মোটা অঙ্কের বিনিময়ে শূন্য পদে একজনকে নিয়োগ দেয়ার অভিযোগ এনে নিয়োগ বোর্ডে বাঁধা দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগ কর্মীদের দাবি গোপনে টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করার পায়তারা করছেন নিয়োগ বোর্ডের দায়িত্বরতরা। তবে মাদ্রাসার অধ্যক্ষের দাবি স্বচ্ছভাবেই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছিল।

গত শুক্রবার দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. বদিউজ্জামান বদরুল জানান, আমার বিভিন্ন মাধ্যমে জানতে পারি ওই মাদ্রাসায় গোপনে নিয়োগ দেয়ার পায়তারা করছেন। নিয়োগ বোর্ডে মাত্র চারজন কে নিয়ে শূন্য পদে নিয়োগ দেয়া হচ্ছে। পরে আমরা মাদ্রাসায় গেলে এর সত্যতা পাই। এর পর দেখা যায় নিয়োগ বোর্ডটিতে যে চারজন ছিলেন তারা একই পরিবারের লোক। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলে আমাদের কোনো আপত্তি নেই।

সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শুন্য পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ প্রক্রিয়া গত দুপুরে নিয়োগ নির্বাচনী বোর্ড শুরু করেন। নিয়োগ বোর্ডের কার্যক্রম চলার সময় উপজেলা ছাত্রলীগের কর্মীরা গিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত ডিজি’র প্রতিনিধির নিকট নিয়োগ বোর্ডের বৈধতা সম্পর্কে জানতে চায়। এসময় তাদের প্রশ্নের কোন জবাব না দিয়েই ডিজি প্রতিনিধি নিয়োগ বোর্ড অসম্পন্ন রেখে চলে যান।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি, সহ-সভাপতি ও শিক্ষক প্রতিনিধি আপন তিন ভাই।তারা ওই বোর্ডে অধ্যক্ষ ও ডিজি’র প্রতিনিধিকে নিয়ে গোপনে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য করছেন।

রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. মিনহাজুল ইসলাম বলেন, যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ দেয়া হচ্ছিল এমতাবস্থায় কিছু ছেলে এসে নিয়োগের কাজগপত্র দেখতে চাইলে তাদের দেখানো হয়। সব কিছু নিয়মের মধ্যই ছিলো। এরপর কাগজ দেখে তারা অভিযোগ করলেন নিয়োগ বোর্ড পারিবারিক। পরে ডিজি’র প্রতিনিধি তাদের লিখিত ভাবে অভিযোগ করতে বলেছিলেন। এখন ডিজি’র প্রতিনিধি নিয়োগ বাতিল না স্থগিত করেছেন নিশ্চিত করতে পারেননি মাদ্রাসার অধ্যক্ষ। তিনি আরও বলেন, শূন্য পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের লক্ষ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বোর্ড আয়োজন করা হয়েছিল।

মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ জানান, এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তহীনতায় ভুগছি,পরে কথা হবে।

শেয়ার