Top

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে জেলা সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

১১ জুন, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে জেলা সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলার সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় শহরের ইপিআই ভবণের কনফারেন্স রুমে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সিভিল সার্জন জানান,আগামী ১৮ই জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় মোট ৩ লাখ ৫৪ হাজার ৫ শতাধিক (১২-৫৯) মাস বয়সী শিশুদেরকে এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা সিভিল সার্জন ডা.আহম্মদ হোসেনের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,মাছরাঙা টিভির প্রতিনিধি এমরানুল হক চৌধুরী,বিন্দু তালুকদার, শাহজাহান চৌধুরী, একাত্তর টিভির প্রতিনিধি শামস শামীম, শহীদ নুর আহমদ ও কর্ণ বাবু দাস প্রমুখ।

 

 

শেয়ার