Top

উত্থানে লেনদেন শুরু পতনে শেষ

১১ জুন, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনের সাথে লেনদেনও কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, দর কমেছে ১১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৬ টির।

ডিএসইতে ১ হাজার ৩০ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ১৬ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৪২ পয়েন্টে।

সিএসইতে ২০২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫২ টির দর বেড়েছে, কমেছে ৭৪ টির এবং ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার