সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৭১৪ বারে ৩৬ লাখ ৪৭ হাজার ৫২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪২ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ০৩ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৭৫৮ বারে ৭ কোটি ৮৩ হাজার ৭৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ২৬ লাখ টাকা।।
তালিকার ৩য় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ০২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২১৬ বারে ৬০ লাখ ৫৮ হাজার ৬৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বঙ্গজের ৬.৯৭ শতাংশ, কে এন্ড কিউয়ের ৬.৫২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.১৯ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৬৪ শতাংশ, সি পার্ল বিচের ৪.৮৯ শতাংশ, স্টাইলক্রাফ্টের ৪.৫৩ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ৪.৩১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস