Top

দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়, চারশ ছোঁয়া হলো না টাইগারদের

১৫ জুন, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়, চারশ ছোঁয়া হলো না টাইগারদের
স্পোর্টস ডেস্ক :

মুশফিক-মিরাজ জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাদের কল্যাণেই গতকাল শেষ বিকালে রঙ ছড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু দিনশেষে রাতের বিরতিতেই যেন টাইগার শিবিরে ছন্দপতন। আজ ১১ রান যোগ করতেই দুই স্বীকৃত ব্যাটার মুশফিক-মিরাজকে হারায় বাংলাদেশ। ডাক খেয়ে ফেরেন তাইজুলও।

প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬২ রানের সংগ্রহ পান টাইগাররা। মিরাজ-মুশফিকের ৭২ রানের জুটিতে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনে অর্ধশতক পূরণের সুযোগ ছিল দুজনেরই। কিন্তু নতুন বলে খেলা শুরুর পরই আউট হন মিরাজ। এর পর পরই ফিরে যান মুশিও।

প্রথম দিনের শুরুতেই ওপেনার জয়কে হারিয়ে কিছু সময়ের জন্য ব্যাকফুটে চলে গিয়েছিলেন টাইগাররা। তবে তিনে নেমে ওপেনার জয়কে সঙ্গে নিয়ে পরিস্থিতি খুব ভালোভাবেই সামলিয়েছেন শান্ত। ওয়ানডে মেজাজে নিজের ফিফটি পূরণ করার পর সেটাকে রূপ দিয়েছেন নিজের তৃতীয় শতকে।

১৪৬ রানে আউট হওয়া শান্তকে যোগ্য সঙ্গ দিয়েছেন জয়। সাজঘরে ফেরার আগে এ জুটি গড়েছেন রেকর্ড। দ্বিতীয় উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২১২ রানের জুটি গড়েন তারা। এর পর মিডেল অর্ডারে খুব একটা সুবিধা করতে পারেননি সাবেক অধিনায়ক মুমিনুল হক এবং বর্তমান অধিনায়ক লিটন দাস। জয়ের পর ১৫ রানে মুমিনুল সাজঘরে ফেরেন। লিটন দাসও ফেরেন স্কোরবোর্ডে ৯ রান তুলেই।

এর পর দিনের বাকিটা সময় মেহেদী হাসান মিরাজকে নিয়ে ভালোই সামলিয়েছেন মুশফিকুর রহিম। দিনশেষে মিরাজ ৪৩ এবং মুশি অপরাজিত থাকেন ৪১ রানে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর পর ভালোই করছিলেন মিরাজ। প্রথম ওভারেই বাউন্ডারির দেখা পান তিনি। কিন্তু নতুন বলের খেলা শুরু হতেই ফিরে যান তিনি।

আগের দিন ৭২ রানের জুটি গড়লেও আজ দিনের শুরুতেই ফিরলেন মিরাজ। ইয়ামিন আহমদজাই এর বলে ক্যাচ তুলে দেন তিনি। সফলভাবে সে ক্যাচ তালুবন্দি করেন আফগান ফিল্ডার আমির হামজা। ফিফটি করার সুযোগ থাকলেও ৪৮ রানেই ফিরে যেতে হল তাকে। আউট হবার আগে ৮০ বল খেলে এ রান করেছেন তিনি, চার মেরেছেন ৮ টি। মিরাজের পর ব্যাটিং এ নামেন তাসকিন আহমেদ।

মিরাজ আউট হবার পরের ওভারেই আফগান বোলার নিজাত মাসুদের বলে ক্যাচ তুলে দেন মুশফিক। মূল্যবান এ ক্যাচ নিতে ভুল করেন নি আফগান ফিল্ডার নাসির জামাল। ফলে ফিফটি পূরণ না হতেই ফিরে যেতে হল তাকেও। দ্বিতীয় দিনের শুরুতেই নতুন বলে মূল্যবান দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করছে আফগানিস্তান। মিরাজ মুশির পর মাসুদের একই ওভারে ক্যাচ তুলে আউট হন তাইজুল ইসলামও। রানের খাতা খোলার আগেই ফিরে গেলেন তিনি। পরবতী ব্যাটাররা কোনো সুবিধা করতে পারেনি।

বিপি/এএস

শেয়ার