মেহেরপুর-২ (গাংনী) আসনে পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখাসহ গাংণীর সার্বিক উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ডা. এ. এস. এম. নাজমুল হক (সাগর)। বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (১৪ জুন) নগরীরর মিরপুর-২ নম্বরে নিজ বাসায় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে সাগর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনীতি আমার রক্তে মিশে আছে। ছোট বেলা থেকে রাজনৈতিক শিক্ষা লাভ করেছি আদর্শিক পিতার কাছ থেকে। ডাক্তার হওয়ার পর গণিত মানুষকে সেবা ও উপকার করার চেষ্টা করেছি। গাংনীর মানুষদের জন্য আমি সবসময় চিন্তা করি। কিভাবে গাংণীবাসীর সার্বিক উন্নয়ন করা যায়, নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে গাংণীবাসীর সেবা করা যায় এটাই আমার একমাত্র লক্ষ। আমার জীবনে পাওয়ার বা হারানোর কিছু নেই। আমার একটাই চাওয়া গাংণীবাসীর উন্নয়ণ ও বর্তমান সরকারকে একটি আসন উপহার দেয়া।’
তিনি আরও বলেন, জীবনের সর্বোচ্চটুকু দিয়ে গাংনীর মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির প্রতি আস্থাশীল হয়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে সরকারি চাকুরী থেকে ইস্তফাও দিয়েছি।’
গাংণীবাসীর পাশে থাকার চেষ্টা করছি জানিয়ে ডা. সাগর বলেন, করোনা মহামারীর সময় সাধ্যমতো মানুষের পাশে ছিলাম এবং এখন পর্যন্ত যেকোনো বিপদে পাশে আছি। করোনার শুরু থেকেই খাদ্য, অর্থ, চিকিৎসা সেবা, সচেতনতা ইত্যাদির মাধ্যমে মানুষের পাশে ছিলাম। আমি বর্তমানে সামাজিক সংগঠন ও সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত। সামাজিক সংগঠন “নূরুল হক ফাউন্ডেশন” এর আমি উদ্যোক্তা । নূরুল হক ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য নিজস্ব ও পারিবারিক অর্থায়নে বৃত্তি প্রদান এবং বিনামূল্যে “হেলথ ক্যাম্প” পরিচালনা করছি। আজীবন মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করায় আমার একমাত্র লক্ষ।’
ডা. সাগরের ব্যক্তিগত পরিচিতিঃ ডা. এ. এস. এম নাজমুল হক (সাগর) ছোট বেলা থেকেই প্রখর মেধাবী ও দৃঢ় চিত্তের অধিকারী ছিলেন।তার শিক্ষাজীবন শুরু করেন গ্রামের প্রাথমিক বিদ্যালয় এবং হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে। তিনি গাংনী পাইলট স্কুল থেকে এস এস সি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে এইচ এস সি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
শিক্ষা জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি প্রথমে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজ শাখার দপ্তর সম্পাদক ১৯৯২-১৯৯৩ নির্বাচিত হন। ১৯৯৪-১৯৯৫ সালে সাধারণ সম্পাদক এবং ১৯৯৫-১৯৯৭ সালে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি হিসেবে নেতৃত্ব দেন।
ছোট বেলা থেকেই তিনি ছাত্রলীগ করতেন। এবার রাজশাহী মেডিকেল কলেজে এসে বিএনপি সরকারের আমলে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন। ছাত্রলীগকে অনেক বেগবান করার লক্ষ্যে তিনি সংগ্রাম করতে শুরু করলেন। প্রথমে তিনি দপ্তর সম্পাদক পদ পান। এর পরের কমিটিতে তিনি সাধারণ সম্পাদক হোন। পরবর্তীতে তিনি তার দারুণ সাংগঠনিক দক্ষতা ও সাহসের কারণে আবার সভাপতি মনোনীত হোন। এইসময় তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি রোটার্যাক্ট ক্লাব, রাজশাহী মেডিকেল কলেজ, ১৯৯৩-১৯৯৮ (তিনবার) মেডিকেল সার্ভিস ডিরেক্টর হিসেবে কাজ করেন।মেডিকেলে পড়া অবস্থায় তিনি মানুষের বিপদে পাশে দাড়িয়েছেন সবসময়।
শিক্ষাজীবন শেষ করে তিনি ঢাকায় কর্মজীবন শুরু করেন। ঢাকার কয়েকটি স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। যার মধ্যে স্কয়ার হসপিটাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার অন্যতম। তিনি ২৩ তম বিসিএস এর চিকিৎসা ক্যাডারে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চল বরিশালের ভোলা জেলার দৌলতখান উপজেলায় চিকিৎসা সেবায় নিয়োজিত হন। সর্বশেষ তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে থেকে চিকিৎসা সেবার মানোন্নয়নে ভুমিকা রাখেন। এসময় তিনি ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অনেক উন্নয়ন সহযোগী সংস্থার সাথে হাসপাতালের সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গাংনীর আপামর জনতার দাবিতে তিনি মেহেরপুর ২ গাংনী আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি ডা. সাগর।
ডা. এ. এস. এম. নাজমুল হক সাগর জন্মগ্রহণ করেছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে। তার পিতা মরহুম নুরুল হক ১৯৩১ সালে মেহেরপুর উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক, পাবনা এ্যাডওয়ার্ড কলেজ থেকে ১৯৩৩ সালে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৫ সালে বিএ পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন শেষে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ সেনাবাহিনীর কমিশন্ড অফিসার এবং প্রথম বাঙ্গালী হিসাবে আর্টিলারি কোরে দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালে সেনাবাহিনীর চাকুরী ত্যাগ করে নিজ গ্রামে হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালে তিনি তৎকালীন গাংনী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সংগঠনের দায়িত্ব পান এবং মৃত্যু অবধি (১৯৯৮সাল) তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন, ১৯৭২ সালে তিনি গণপরিষদ (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটি) এর সদস্য ছিলেন এবং ১৯৮৬ সালে নৌকার প্রতীক নিয়ে গাংনীর প্রথম নৌকার এমপি হন। ডা. সাগরের মাতার নাম নূর জাহান হক। মেজো বোনের নাম সেলিনা আখতার বানু।
দশম জাতীয় সংসদে সেলিনা আখতার বানু শেখ হাসিনার মনোনয়নে সংরক্ষিত মহিলা আসন ৩০৭ এর সংসদ সদস্য ছিলেন।