Top

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং

১৭ জুন, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩০ দশমিক ৫৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২ কোটি ২৩ লাখ ৬৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বল পেনের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ০৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৩৩ লাখ ৬১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৩৩ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৬ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– পেপার প্রসেসিংয়ের ১০.২৫ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৮.২২ শতাংশ, আজিজ পাইপসের ৮.১৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭ শতাংশ, স্টাইলক্রাপ্টের ৬.৪০ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের ৬.১৮ শতাংশ।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার