দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ছওয়াব এর অর্থায়নে ও মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় দুই শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়৷
জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডি.জি.এম. মো.জাকির হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা.শাফিউল হাসান, জুনিয়র এক্সিকিউটিভ এডমিন মো. আলমগীর হোসেন, ছওয়াব এর প্রতিনিধি মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক আব্দুল জব্বার, লাবু ইসলাম প্রমুখ।
এসময় সভাপতির বক্তব্যে শাহরিয়ার জামান শাহ নিপুণ বলেন, সাধারন জনগণের জন্য ছওয়াব ও মরিয়ম চক্ষু হাসপাতালের এই উদ্যোগ কে স্বাগত জানাই। আশা করি বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা শিবিরে রোগীরা তাদের কাঙ্খিত সেবা পাবেন লাভবান হবেন।