Top
সর্বশেষ

ভারতীয় চার লাখ রুপিসহ আটক এক

১৯ জুন, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
ভারতীয় চার লাখ রুপিসহ আটক এক
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার লাখ ভারতীয় রুপিসহ শহিদুল নামের এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত রোববার দুপুরে দিকে শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিমপাড়ে পুলিশ চেক পোস্টের পাশে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে তাকে আটক করা হয়। আটক কৃত ব্যক্তির মোটরসাইকেলের ভেতর থেকে আটটি ভারতীয় ৫ শত টাকার নোটের বান্ডিলের ওপর ও নীচে রাবার দিয়ে প্যাচানো বাংলাদেশের ৫ শত টাকার ১৬টি নোটও উদ্ধার করা হয়।

আটককৃত শহিদুল ইসলাম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী খলিশাকোটাল গ্রামের আন্তর্জাতিক পিলার ৯৩৪/৪ এস পিলারে পাশের মৃত হাছিম উদ্দিনের ছেলে। সে ভারতীয় মুদ্রা পাচারকারী কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী বসকোটালের কিশমত করলা গ্রামের মৃত কাছিম উদ্দিনের ছেলে আব্দুল কাদেরের নিকট থেকে নিয়ে রংপুর যাওয়ার পথে পুলিশ চেক পোস্টে তাকে আটক করে পুলিশ। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার