বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
৮৯ বছর বয়সের এই বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে কোয়েল আহমেদ।
তিনি জানান, তার বাবা পুরান ঢাকার গেন্ডারিয়ার আজগর আলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে তাকে বাসায় আনা হয়। শনিবার সকালে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনেও।
অ্যাজমাজনিত শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করানো হয়। এদিনই কোয়েল জানিয়েছিলেন, তার বাবার অবস্থা আগের তুলনায় ভালো। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার বাসায় নিয়ে আসা হয়।
এর আগে পরিপাকতন্ত্রে জটিলতার কারণে ২০১৯ সালের এপ্রিলে অস্ত্রোপচার করাতে হয়েছিল এটিএম শামসুজ্জামানকে।
পুরান ঢাকাতেই ১৯৪১ সালে জন্ম বরেণ্য এই অভিনেতার। চলচ্চিত্রে পা রাখেন ১৯৬৮ সালে, নারায়ণে ঘোষণ মিতার ‘এতটুকু আশা’ সিনেমা দিয়ে।
এরপর আর পেছনে তাকাতে হয়নি এটিএম শামসুজ্জামানকে। চলচ্চিত্র ও নাটকে অভিনয় করে গেছেন সমান তালে। পাঁচ দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। অভিনয়ের পাশাপাশি পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন এটিএম শামসুজ্জামান।