পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাণ এগ্রো লিমিটেডের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটি প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। একই সভায় সিডব্লিউটি-কমিউনিটি ব্যাংক শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জুন) বিএসইসির ৮৭২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজকের সভায় প্রাণ এগ্রো লিমিটেডকে এই বন্ডের মাধ্যমে বাজার থেকে ২৬২ কোটি ৫০ লাখ টাকা অভিহিত মূল্যের প্রস্তাব অনুমোদন করেছে। যার কুপন রেট ৮ দশমিক ৮৮ শতাংশ।
আলোচিত বন্ডটি হবে একটি মেয়াদি বন্ড। এটি হবে রূপান্তর-অযোগ্য অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এটি একইসঙ্গে ফুললি রিডিমেবল, অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে।
আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। এর কুপন তথা সুদের হার হবে ৮ দশমিক ৮৮ শতাংশ। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে এ বন্ড বরাদ্দ করা হবে।
বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানি অফিস ও কারখানা, যন্ত্রপাতি কেনা এবং আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে। এই বন্ডের অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে রিভারস্টোন ক্যাপিটাল। আর এর ট্রাস্টির দায়িত্বে আছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।
একই সভায় সিডব্লিউটি-কমিউনিটি ব্যাংক শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মাধ্যমে উদ্যোক্তা কমিউনিটি ব্যাংক লিমিটেড তাতে ২ কোটি ৫০ লাখ টাকার জোগান দেবে, যা মোট ফান্ডের ১০ শতাংশ। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
আলোচিত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এর ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড। তবে শর্ত হচ্ছে, বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।