Top
সর্বশেষ
আপিলে জামিন পেলেন না হলমার্কের জেসমিন ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

সাপ্তাহিক দর পতনের শীর্ষে রবি

২০ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর পতনের শীর্ষে রবি
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২৪৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৯ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিল বাংলা সুগারের দর কমেছে ১২ দশমিক ২১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৫ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৪ কোটি ৭ লাখ ২ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের দর কমেছে ১০ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মীর আক্তারের ৭ দশমিক ৬৮ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৬ দশমিক ৬৩ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬ দশমিক ৩৫ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৫ দশমিক ৮১ শতাংশ, ইস্টার্ন ব্যাংকের ৫ দশমিক ৫৪ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১৭ শতাংশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫দশমিক ০৫ শতাংশ দর কমেছে।

শেয়ার