ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২৪৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৯ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিল বাংলা সুগারের দর কমেছে ১২ দশমিক ২১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৫ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৪ কোটি ৭ লাখ ২ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের দর কমেছে ১০ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মীর আক্তারের ৭ দশমিক ৬৮ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৬ দশমিক ৬৩ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬ দশমিক ৩৫ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৫ দশমিক ৮১ শতাংশ, ইস্টার্ন ব্যাংকের ৫ দশমিক ৫৪ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১৭ শতাংশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫দশমিক ০৫ শতাংশ দর কমেছে।