দিনাজপুরের খানসামা উপজেলায় পবিত্র ঈদুল-উল-আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ছয় ইউনিয়নের ১,২,ও ৩ নম্বর ওয়ার্ডের এসব চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যগণ। পর্যায়ক্রমে বাকি সকল ওয়ার্ডে বিতরণ করা হবে।
উপহারের এসব চাল পেয়ে খুশি উপকারভোগীরা। কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে চাল দিয়েছেন এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।