সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৯৬ বারে ২ লাখ ৯৪ হাজার ৯৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৭০৬ বারে ১৮ লাখ ৭ হাজার ৩৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ২৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টি’র শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২৯ বারে ১০ হাজার ১৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ অটোকার্সের ৩.৭০ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৬২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩.৬১ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিংয়ের ৩.২২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ২.৯০ শতাংশ, বঙ্গজের ২.৬১ শতাংশ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২.৫৮ শতাংশ শেয়ারদর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস