সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮৫টি কোম্পানির মোট ১৯৮ কোটি ৪২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বেক্সিমকো ফার্মার ৫৬ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার, দ্বিতীয় স্থানে ইউনিলিভারের ৫১ কোটি ১৮ লাখ ৩২ হাজার ও তৃতীয় স্থানে রানার অটোমোবাইলসের ১১ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ৯ কোটি ৬ লাখ ৩৪ হাজার, এ্যামারেল্ড অয়েলের ৬ কোটি ৫২ লাখ ৩০ হাজার, গ্রামীণফোনের ৫ কোটি ২০ লাখ ৬ হাজার, আলহাজ টেক্সটাইলের ৫ কোটি ১৮ লাখ ৮৪ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার, ব্রাক ব্যাংকের ৩ কোটি ৩ লাখ ৫৭ লাখ ৯০ হাজার এবং ইবনে সিনা ফার্মার ৩ কোটি ৪৩ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস