Top

সূচকের পতনে বেড়েছে লেনদেন

০৩ জুলাই, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
সূচকের পতনে বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৬৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, দর কমেছে ১৪৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।

ডিএসইতে ৬৭৯ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৬৩ কোটি ৯৫ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৫ পয়েন্টে।

সিএসইতে ২০৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২ টির দর বেড়েছে, কমেছে ৯৪ টির এবং ৭০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার