Top
সর্বশেষ

র‌্যাবের হাতে জিনের বাদশা গ্রেফতার

০৪ জুলাই, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ
র‌্যাবের হাতে জিনের বাদশা গ্রেফতার
রংপুর প্রতিনিধি :

স্বর্ণমুদ্রা ও গুপ্তধনের প্রলোভন দেখিয়ে বিভিন ব্যক্তির কাজ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত জিনের বাদশা মনসুর আলী ওরফে টেক্কাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। গত সোমবার রাতে গাইবান্ধা জেলার গবিন্ধগঞ্জ উপজেলার কাটাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বজ্ঞপ্তিতে এই তথ্য জানান গেছে। সংবাদ বজ্ঞপ্তিতে বলা হয়েছে, কথিত জিনের বাদশা মনসুর আলী ওরফে টেক্কা গভীর রাতে বিভিন্ন ব্যক্তিকে ফোন দিয়ে স্বর্ণমুদ্রা ও গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাজ থেকে বিকাশের মাধ্যমে কয়েক লাখ টাকা, স্বর্ণ হাতিয়ে নিয়ে গাঢাকা দেয়। তার বিরুদ্ধে নওগাঁ থানায় মামলা মামলা করলে র‌্যাব-১৩ এর তদন্ত শুরু করে।

গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গবিন্ধগঞ্জ উপজেলার কাটাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনসুর আলী ওরফে টেক্কার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনসুর ঘটনার সত্যতা স্বীকার করেছে।

শেয়ার