ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পরিছন্নতাকর্মী বুলেট মৃত্যুবরণ করেছেন। বুলেট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডোম মানু লালের বড় ছেলে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন।
এদের মধ্যে একজনের বাড়ি রংপুর নগরীর দর্শনা এলাকায় অন্যান্নদের বাড়ি নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায়। আক্রান্তর ঢাকা থেকে নিজ বাড়িতে আসার পর জ্বরে আক্রান্ত হয়েছিলো বলে আসপাতাল সূত্রে জানা জাছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলী জানান, পরিছন্নতাকর্মী বুলেট গত সোমবার সকালে জ্বর নিয়ে ঢাকা থেকে রংপুরে তার নিজ বাড়িতে আসেন। ওই দিন দুপুরে তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
আজ সকালে বুলেট শকে চলে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেন। সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এক জনের বাড়ি রংপুর নগরীর দর্শনা এলাকায় বাকিরা রংপুর বিভাগের বিভিন্ন জেলার। তারা সকলেই ঈদের ছুটিতে বাড়িতে আসার পর ডেঙ্গু রোগে আক্রান্ত হন বলে জানান পরিচালক।