Top

দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড

০৫ জুলাই, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড  লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১  শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৩৭৫ বারে ২ কোটি ২ লাখ ২৭ হাজার ৪৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৬ কোটি ৬০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ । কোম্পানিটি ৬৬৭ বারে ১৮ লাখ ৯৭ হাজার ৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫০২ বারে ৭২ লাখ ৬ হাজার ৯৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৮১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক এক্সেসরিজের ৯.৫৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৮.০৬ শতাংশ, জেনারেশন নেক্সটের ৭.৮১ শতাংশ, ড্রাগন সুয়েটারের ৭.৬৪ শতাংশ, খান ব্রাদার্সের ৬.৫৬ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৫.৭৮ শতাংশ এবং আলিফ ম্যানুফ্যাক্চারিং কোম্পানি লিমিটেডের ৫.২২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার