কুড়িগ্রামের রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নবম শ্রেণির শিক্ষার্থী তাহসিনের মৃত্যু হয়েছে। সে রাজিবপুরের প্রভাষক মিলনের দ্বিতীয় পুত্র। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ৩টায় তাহসিন রাজিবপুর উপজেলার বালিয়ামারি এলাকা থেকে মোটরসাইকেল যোগে রাজিবপুর বাজারে যাচ্ছিল।
যাওয়ার পথে বড় ডাঙ্গী গ্রামের সড়কের গামার গাছের বীজের (গোটা) সাথে মোটরসাইকেলের সামনের চাকা পিছলে গিয়ে ছিটকে পড়ে এবং মাথায় প্রচন্ড আঘাত পায় ও রক্তক্ষরণ হয়।
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ড. আব্দুস সামাদ তাকে মৃত ঘোষণা করেন। রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।