রংপুর-ঢাকা মহাসড়কে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাবা ছেলে নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শনিবার দুপরে রংপুর-ঢাকা মহাসড়কের পীররগঞ্জ উপজেলার বোর্ডর ঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার রাধাকৃঞ্চপুর এলাকার আলামিন ও তার শিশু পুত্র মাইন।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ঢাকা থেকে রংপুরগামী অনিন্দ্য পরিবহন ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে আলামিন ও তার শিশু মাইন নিহত হয়।
ঘবর পেয়ে পীরগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় পীরগঞ্জ হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।