Top
সর্বশেষ

রংপুর চেম্বারের সভাপতি হলেন আকবর আলী

০৮ জুলাই, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
রংপুর চেম্বারের সভাপতি হলেন আকবর আলী
রংপুর প্রতিনিধি :

রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির ২০২৩-২০২৫ দ্বি- বার্ষিক নির্বাচনে নগরীর নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী সভাপতি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মহুবর রহমান পার্টিকেল বোর্ডস মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আবু হেনা রেজওয়ানুল করিম ও ভাইস প্রেসিডেন্ট পদে মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।

শনিবার রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত পরিচালকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।

এছাড়া পরিচালক পদে তাইফুর রহমান, আজিজুল ইসলাম, সাইফুল আলম, খন্দকার মাহমুদ ইলাহী (বিপ্লব), আসিফ জোয়ারদার, এমদাদুল হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, সানোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, সামসুর রহমান এবং এসোসিয়েট গ্রুপ থেকে পরিচালক পদে সরওয়ার জাহান মানিক, হারুন-অর- রশিদ, রেজাউল ইসলাম, সাবিহুল হক, হাসান মাহবুব আখতার ও প্রতিনিধি পরিচালক হিসেবে মশিউর রহমান রাঙ্গার নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক সারওয়ার মোর্শেদ।

শেয়ার