Top
সর্বশেষ

নবাগত ইউএনও তাজউদ্দিন-এর যোগদান

১০ জুলাই, ২০২৩ ১:০০ অপরাহ্ণ
নবাগত ইউএনও তাজউদ্দিন-এর যোগদান
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ :

দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ তাজ উদ্দিন। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা।

গত রবিবার সন্ধ্যায় বিদায়ী ইউএনও রাশিদা আক্তারের কাছে দায়িত্ব গ্রহণ করেন। নবাগত ইউএনও তাজ উদ্দিন এর পূর্বে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে ওইদিন বিকেলে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মোঃ তাজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।

মোঃ তাজ উদ্দিন যশোর জেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

নব যোগদানকৃত ইউএনও মোঃ তাজ উদ্দিন বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী সবার সাথে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাব। খানসামার মানুষের উন্নয়ন ও সম্মৃদ্ধি করার প্রত্যয়ে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চাই। এছাড়াও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে ২৪ ঘন্টা সবার জন্য প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে বলে তিনি এই প্রতিবেদক কে জানিয়েছেন।

শেয়ার