Top
সর্বশেষ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি

১০ জুলাই, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি
রংপুর প্রতিনিধি :

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী মারা যাওয়ার পর রংপুর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তৎপর হয়ে উঠেছে। আগে হাসপাতালের মেডিসিন বিভাগে সব রোগীকে একসঙ্গে রাখা হলেও এখন হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার মেডিসিন ওয়ার্ডের ৩ নম্বর এবং ৬ নম্বর ইউনিট ডেঙ্গু রোগীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছে ১২ জনে।

সোমবার হাসপাতালে গিয়ে দেখা গেছে,সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আলাদা ইউনিট স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে হাসপাতালের পরিচালন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না করায় চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও তাদের স্বজনরা আতংকে আছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীর স্বজন রিয়াজুল জানান, মশারি দিয়ে ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে। ডেঙ্গু জ্বর যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে তৎপরতা নেই বললেই চলে। আক্রান্ত রোগীদেরকে আলাদা জায়গায় রেখে চিকিৎসা দেওয়া হোক।

গত ৪ জুলাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েয়ে মারা নগরীর সুইপার কলোনী বুলেট লাল। তিনি ঢাকার একটি সরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়ি এসেই জ্বরে আক্রান্ত হন। পরে পরীক্ষা করে ডেঙ্গু জ্বর নিশ্চিত হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ডেঙ্গু আক্রান্ত রোগীর স্বজন জানান, ডেঙ্গু রোগীদের যদি আলাদা করে রাখা হতো তাহলে ভালো হতো। কারণ তারা ঘুমাতে পারছে না। শরীরে প্রচ- ব্যথা । আলাদা ওয়ার্ড হলে চিকিৎসাটাও আরও ভালো হতো।

তাদের অভিযোগ সব ঔষধ বাহির থেকে কিনে আনতে হয়। তারা খরচ কমাতে হাসপাতালে এসেছেন। কিন্তু এখানে এসে সব কিছু কিনতে হয়। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য সরকারের পক্ষ থেকে পুরো চিকিৎসা খরচ ব্যয় করা উচিত। আক্রান্ত রোগীর রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন। আক্রান্ত রোগীরা ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার এবার ঈদের ছুটিতে বাড়িতে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা নীরীক্ষার পর তাদের শরীতে ডেঙ্গু আক্রান্তে নমুনা পাওয়া যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, এখন পর্যন্ত যারা
ভর্তি রয়েছে, তাদেরকে আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করার। এখানে রোগীর সংখ্যা কম। যারা ভর্তি হয়েছেন তাই সকলেই ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন।

রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, শ্যামাসুন্দরী খাল পরিষ্কার করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকার বর্জ্য খুব দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে মশার লার্ভা ধ্বংস করাসহ ডেঙ্গু রোগের বিস্তার রোধে বিভিন্ন কাজ চলমান রয়েছে। রংপুর সিটি করপোরেশনর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, মশার উপদ্রব কমাতে সিটি কর্পোরেশন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন স্প্রে ছিটানোর কার্যক্রম বর্ষার কারণে কিছু কিছু জায়গায় বন্ধ রয়েছে। রংপুরে যেহেতু ডেঙ্গু দেখা দিয়েছে আমরা দ্রুত সব জায়গায় মশা নিধন স্প্রে দেওয়া শুরু করবো বলে জানান তিনি।

শেয়ার