Top
সর্বশেষ

মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৬ জন গ্রেফতার

১১ জুলাই, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ
মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৬ জন গ্রেফতার
রংপুর প্রতিনিধি :

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৬ জন মাদকসেবী, কারবারী, জুয়ারী ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট থানা ও ডিবি পুলিশ। এতে মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গত সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।

এতে জানানো হয়, গত রবিবার রংপুর নগরীরা শাপলা, আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ,আদর্শপাড়া, শীতল বাবুর মাঠ, বড়বাড়ি চেয়ারম্যান মোড়, মেডিকেল পাকার মাথা,টেক্সটাইল মোড়, আলমনগর, নাছনিয়া, ফতেপুর, চায়না মোড়, বড়দরগাহ, নব্দীগঞ্জ,মাহিগঞ্জ বাজার, স্বচাষ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

এ অভিযানে ৫৬ জনকে গ্রেফতারসহ ২টি রাম দা, ৬৭৫ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, মাদক সেবনের সরঞ্জাম ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান স্যারের নির্দেশে আমাদের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। রংপুর নগরীকে মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার