Top
সর্বশেষ

প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

১৫ জুলাই, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ
প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রাস্তার পাশ থেকে এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলকাবাসী জানায়, শনিবার সকালে উপজেলার শৌলমারী গ্রামে রাস্তার পাশ ক্ষেতে ওজিমা নামে এক প্রতিবন্ধী নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত ওজিমা রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের শৌলমারী গ্রামের মৃত রজব আলীর মেয়ে।

পুলিশ জানায় শনিবার মধ্য রাতে ওই নারীকে কে বা কাহারা হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এ হত্যাকান্ডের মূল কারণ।

তবে স্থানীয়দের ধারণা ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রৌমারী থানা পুলিশ। রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

শেয়ার