সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩ হাজার ৫১৯ বারে ১ কোটি ৯৮ লাখ ১৪ হাজার ১৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮১ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮৫৩ বারে ৫ লাখ ২৪ হাজার ১২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শামপুর লিব্রা ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৫৮ বারে ১৯ হাজার ১৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মার ৫.৮৮ শতাংশ, শামপুর সুগার মিলসের ৫.২৯ শতাংশ, লুব-রেফ বাংলাদেশের ৪.৮৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.৮০ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৬৬ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৫৬ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩৯ শতাংশ শেয়ারদর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস