Top

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হাজার কোটি টাকা

১৮ জুলাই, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হাজার কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৯৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, দর কমেছে ১১৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯২ টির।

ডিএসইতে ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১১ কোটি ৮৪ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৭১ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬৮ পয়েন্টে।

সিএসইতে ২১৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮ টির দর বেড়েছে, কমেছে ৭১ টির এবং ৮৪ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার