Top

১ ঘণ্টায় লেনদেন ৩০২ কোটি টাকা

২০ জুলাই, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ
১ ঘণ্টায় লেনদেন ৩০২ কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, দর কমেছে ৭৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩০২ কোটি ১২ লাখ ৩৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৯৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, দর কমেছে ৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪কোটি ৪৮ লাখ ১৯ হাজার টাকা।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার