নীতিমালা লঙ্ঘণ করায় মিয়ানমার সামরিক বাহিনীর প্রধান পেজ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
রোববার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এদিন এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, আমাদের বৈশ্বিক নীতিমালার সঙ্গে মিল রেখে তাতমাদাউ ট্রু নিউজ ইনফরমেশন পেজটি সরিয়ে ফেলা হয়েছে। সহিংসতা ও সংঘবদ্ধ অপরাধ বন্ধে ফেসবুকের যে নীতিমালা রয়েছে, তা বারবার লঙ্ঘন করছিল পেজটি।’
পেজটি থেকে সামরিক শাসনবিরোধী বিক্ষোভকারীদের নানা ধরনের হুমকি দেয়া হচ্ছিল।
১ ফেব্রুয়ারি ভোরে গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চিসহ কয়েকশ নেতা-কর্মীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ক্ষমতায় আসে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাশাসনের বিরুদ্ধে দেশটিতে টানা বিক্ষোভ করছে হাজারো মানুষ।
সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে ৯ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হওয়া এক তরুণী বৃহস্পতিবার রাজধানী নেপিদোর একটি হাসপাতালে মারা যান।
শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায়ে পুলিশের গুলিতে মারা যান আরও দুই বিক্ষোভকারী।
সম্প্রতি মিয়ানমারের গণতন্ত্রী দল ও মানবাধিকারকর্মীদের সহায়তা করা শুরু করেছে ফেসবুক।
২০১৮ সালে রোহিঙ্গা গণহত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধান ও বর্তমান সামরিক শাসক মিন অং হ্লাইয়াংসহ আরও কয়েকজন কর্মকর্তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল ফেসবুক।
এছাড়াও সংঘবদ্ধভাবে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মিয়ানমারের আরও কয়েকশ পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক।
মিয়ানমারে তথ্য ও খবরের অন্যতম ফেসবুক। দেশটির ৫ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে অন্তত ২ কোটি ২০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন।
উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনী তাতমাদাউ নামে পরিচিত।