সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৬০ বারে ৮ লাখ ১৫ হাজার ২০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ১১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল হোটেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ন দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৬৮৪ বারে ১১ লাখ ৮ হাজার ৪৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৭০৩ বারে ১৩ লাখ ৮৫ হাজার ৯৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ন্যাশনাল টি’র ৩.৫৪ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৩.৪৭ শতাংশ, আমারা টেকনোলজিসের ২.৯৪ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ২.৯৪ শতাংশ, জেনারেশন নেক্সট এর ২.৭৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ২.৭৩ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ২.৭১ শতাংশ শেয়ারদর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস