Top

দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

৩১ জুলাই, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৩৯ বারে ৫৫ লাখ ৩৭ হাজার ৭৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা জেএমআই হসপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ । কোম্পানিটি ৮ হাজার ১২১ বারে ৫১ লাখ ৩৭ হাজার ২৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪২ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা নাভানা ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৪ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৪৬৬ বারে ১০ লাখ ৮৮ হাজার ৮৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিনোবাংলার ৫.০৫ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৫.০২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৪.৬৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৪.৬৪ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪.৬১ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.৮৫ শতাংশ এবং জেনেক্সের শেয়ার দর ৩.৭৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার