Top

চলতি মাসেই হল খোলার ঘোষণা চায় রাবি শিক্ষার্থীরা

২২ ফেব্রুয়ারি, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
চলতি মাসেই হল খোলার ঘোষণা চায় রাবি শিক্ষার্থীরা
রাবি প্রতিনিধি :

চলতি মাসের মধ্যে হল ও ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত না নিলে পহেলা মার্চে নিজেরাই তালা ভেঙে হলে ঢোকার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

এ সময় আন্দোলনকারী ছাত্রনেতারা বলেন, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং উপাচার্যদের সভা রয়েছে। আমরা ওই সভার দিকে চেয়ে আছি। আমরা চাই ফেব্রুয়ারির মধ্যে হল ও ক্যাম্পাস খোলা হোক, অন্যথায় পহেলা মার্চ থেকে নিজেরাই তালা ভেঙে হলে উঠব।

আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন। সরকারের নির্দেশনা পেলেই হল ও ক্যাম্পাস খোলা হবে।

তবে প্রক্টরের এ আশ্বাসে আস্বস্ত না হয়ে তাকে হল খোলার তারিখ ঘোষণা দেওয়ার কথা বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে, রোববার বেলা ১১টায় একই দাবিতে ভিসির বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন হল ও ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শেয়ার