Top

নতুন উচ্চতায় লংকাবাংলা সিকিউরিটিজ

০৫ অক্টোবর, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ
নতুন উচ্চতায় লংকাবাংলা সিকিউরিটিজ

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারী ট্রেজারি বন্ডের (বিজিটিবি) প্রথম প্রাথমিক নিলাম পরিচালনার মাধ্যমে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে।

পুঁজিবাজারে বিও অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেজারী বন্ড লেনদেন গ্রাহকপর্যায়ে বিনিয়োগের জন্য নতুন একটি খাত যুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ অক্টোবর) প্রথমবারের মতো, সারা দেশে বিনিয়োগকারীরা ব্রোকারেজ হাউজগুলির সাথে তাদের বিও অ্যাকাউন্টের মাধ্যমে বিজিটিবির প্রাথমিক নিলামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

উক্ত লেনদেনের পথিকৃৎ হিসেবে  লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।

সাধারণত সরকারী ট্রেজারি বন্ড ঝুঁকিবিহীন মেয়াদি সরকারি সিকিউরিটজ হওয়ায় দিন দিন গ্রাহকপর্যায়ে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। কারণ এই বন্ডে বিনিয়োগের মাধমে মূলধনী মুনাফা, কুপন বা সুদ আয় , আয়কর রেয়াত সহ রয়েছে সহজে নগদায়ন সুবিধা।
লংকাবাংলা সিকিউরিটিজ উক্ত মাইলফলকে অংশগ্রহণের মাধ্যমে আন্তরিকভাবে সকল বিনিয়োগকারী, শুভাকাঙ্ক্ষী এবং অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আর্থিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের আশা ব্যাক্ত করেছে।
শেয়ার