পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য হ্যাক সিকিউরিটিজের ৫২ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। রোববার রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) মাধ্যমে প্রভাতি ইন্স্যুরেন্সের নামে শেয়ার স্থানান্তর করা হয়েছে। এর আগে গত ১ মার্চ দুই কোম্পানির মধ্যে শেয়ার ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১ টাকা ৩৩ পয়সা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ৬৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৩৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৫৭ পয়সায়।