Top

জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি হামলা, ৯০ ফিলিস্তিনি নিহত

১৮ ডিসেম্বর, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ
জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি হামলা, ৯০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েল-হামাস চলমান যুদ্ধের মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৯০ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ১০০ জন। রোববার এসব মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। খবর আল-জাজিরার

যুদ্ধবিরতি, হামলা বন্ধ ও জিম্মিদেরে ফিরিয়ে আনার চুক্তি করার জন্য আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সেনারা।

‍গাজায় দুই মাসের বেশি সময় ধরে চলা নির্বিচার হামলায় ১৯ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৮ লাখ মানুষ। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল, শরণার্থীশিবির-কিছুই বাদ যাচ্ছে না। এদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ বেসামরিক ইসরায়েলি ও প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন।

এনজে

শেয়ার